০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে ‘অগ্নিবীণা কাব্যগ্রন্থের শতবর্ষ’ শীর্ষক আলোচনা

টাঙ্গাইলে ‘নজরুল চেতনা সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অগ্নিবীণা কাব্যগ্রন্থের শতবর্ষ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কবি নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি সা’দত কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য লিখেছেন। তার মধ্যে দুটি বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে। প্রথমটি বৃটিশ বেনিয়াদের হাত দেশ এ দেশকে মুক্ত করা। যে কবিতা লিখে তিনি কারাভোগ করেছেন। অপর একটি বিষয় হচ্ছে, মানুষকে মানুষের মর্যাদা দেয়া। সমাজের কৃষক, শ্রমিক, চাষাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সব সময় সম্মান দিতে হবে।
তিনি আরও বলেন, নজরুল যে রকম তার কবিতার মাধ্যমে এ দেশের মানুষের মাঝে সাহজ যোগিয়েছে। ঠিক তেমনি আমাদের বেঁচে থাকতে হলে করোনা, ঘুনিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাহস যোগাতে হবে।

সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানের প্রবন্ধকার ছিলেন প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব।

আলোচক ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

টাঙ্গাইলে ‘অগ্নিবীণা কাব্যগ্রন্থের শতবর্ষ’ শীর্ষক আলোচনা

প্রকাশিত : ০২:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

টাঙ্গাইলে ‘নজরুল চেতনা সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অগ্নিবীণা কাব্যগ্রন্থের শতবর্ষ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কবি নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি সা’দত কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য লিখেছেন। তার মধ্যে দুটি বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে। প্রথমটি বৃটিশ বেনিয়াদের হাত দেশ এ দেশকে মুক্ত করা। যে কবিতা লিখে তিনি কারাভোগ করেছেন। অপর একটি বিষয় হচ্ছে, মানুষকে মানুষের মর্যাদা দেয়া। সমাজের কৃষক, শ্রমিক, চাষাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সব সময় সম্মান দিতে হবে।
তিনি আরও বলেন, নজরুল যে রকম তার কবিতার মাধ্যমে এ দেশের মানুষের মাঝে সাহজ যোগিয়েছে। ঠিক তেমনি আমাদের বেঁচে থাকতে হলে করোনা, ঘুনিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাহস যোগাতে হবে।

সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানের প্রবন্ধকার ছিলেন প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব।

আলোচক ছিলেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব