টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। এতে দেশের ৯ জেলার কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে। সামাজিক মাধ্যমে উঠে আসছে আটকে পড়াদের আর্তনাদ; জীবন বাঁচাতে আকুতি জানিয়েছেন তারা।
ভয়াবহ বন্যাদুর্গত এলাকায় ৩০ আগষ্ট (শুক্রবার) রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে নোয়াখালী, লক্ষীপুর, ফেনী জেলার প্রত্যন্ত এলাকায় বন্যা দূর্গত ৭৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, বিস্কুট, তেল, বিশুদ্ধ খাবার পনি সহ নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আবদুল কাইয়ূম ভূইঁয়া, নূর উদ্দীন আহমদ, মাঈনুল হাসান।
বিজনেস বাংলাদেশ/ফারুক