০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দু-একদিনের মধ্যে গ্যাস সংকট কমার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর

সঞ্চালন লাইনের (তিতাস) গ্যাস সংকটে ভুগছেন রাজধানীসহ দেশবাসী। এই অবস্থায় আগামী দু-একদিনের মধ্যে এই সংকট কিছুটা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশ্বাস দেন।

নসরুল হামিদ বলেন, দেশে গ্যাস এখন বৃহৎ চ্যালেঞ্জ। প্রচণ্ড শীতের কারণে গ্যাসের চাপ কমে যায়। দু-একদিনের মধ্যে এ সমস্যা অনেকটা কেটে যাবে। এ সময় তিনি বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিতে ৪৬টি গ্যাসকূপ খনন করতে চাই ২০২৫ সালের মধ্যে। ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানির দাম বাড়া কমা নয়, মার্চ থেকে শুরু হবে স্বয়ংক্রিয় সমন্বয়। প্রতি মাসে দাম সমন্বয় হবে। এই দাম সমন্বয়ের বিষয়টি শুরু হবে তেল দিয়ে।

প্রসঙ্গত, তিতাস কর্তৃপক্ষ বলছে, সঞ্চালন লাইনের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেই গ্যাস সংকটের সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষও।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

দু-একদিনের মধ্যে গ্যাস সংকট কমার আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর

প্রকাশিত : ০২:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

সঞ্চালন লাইনের (তিতাস) গ্যাস সংকটে ভুগছেন রাজধানীসহ দেশবাসী। এই অবস্থায় আগামী দু-একদিনের মধ্যে এই সংকট কিছুটা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আশ্বাস দেন।

নসরুল হামিদ বলেন, দেশে গ্যাস এখন বৃহৎ চ্যালেঞ্জ। প্রচণ্ড শীতের কারণে গ্যাসের চাপ কমে যায়। দু-একদিনের মধ্যে এ সমস্যা অনেকটা কেটে যাবে। এ সময় তিনি বলেন, গ্যাসের সরবরাহ নিশ্চিতে ৪৬টি গ্যাসকূপ খনন করতে চাই ২০২৫ সালের মধ্যে। ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানির দাম বাড়া কমা নয়, মার্চ থেকে শুরু হবে স্বয়ংক্রিয় সমন্বয়। প্রতি মাসে দাম সমন্বয় হবে। এই দাম সমন্বয়ের বিষয়টি শুরু হবে তেল দিয়ে।

প্রসঙ্গত, তিতাস কর্তৃপক্ষ বলছে, সঞ্চালন লাইনের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহেই গ্যাস সংকটের সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষও।

বিজনেস বাংলাদেশ/DS