১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ঘরে বসেই ত্বকের তৈলাক্ততা দূর করবেন যেভাবে

ত্বকের তৈলাক্তভাব নিয়ে মুশকিলে পড়েন অনেকেই। এর কারণে ত্বকে নানা সমস্যাও দেখা দেয়। আমাদের অনেকের কাছেই মুখের তৈলাক্ততা বেশ বিরক্তিকর। মুখে তৈলাক্তভাব আমাদের অনেকেরই কমন সমস্যা। বিশেষ করে এই গরমের সময়ে। ঘরে থাকি বা বাইরে যাই- গরমে মধ্যে মুখ ঘেমে তেল বেরিয়ে মুখের সৌন্দর্যই নষ্ট করে দেয় একেবারে। সেই সঙ্গে তৈলাক্ত ত্বকে ধুলো ময়লা বেশি টানে, উজ্জ্বলতা কমে যায়, ব্রণের সমস্যা দেখা দেয়।

ত্বকের তৈলাক্ততা দূর করতে চাইলে প্রতিদিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে। ত্বকে কৃত্রিম ক্রিম ব্যবহার না করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে হবে। তাই ঘরে বসেই ত্বকের তৈলাক্ততা দূর করবেন কিভাবে তা জেনে নিন।

অয়েল ফ্রি ময়েশ্চারাইজার

তৈলাক্ত ত্বকে তেলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না কখনোই। এতে ত্বক আরও বেশি তৈলাক্ত হয়। তেল ছাড়া ময়েশ্চারাইজার ব্যবহারে করলেও ত্বক ভালোভাবে ময়েশ্চার হয়।

সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার

ত্বকে সপ্তাহে অন্তত একদিন ত্বকের উপযোগী কোনো স্ক্রাব ব্যবহার করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ময়লা কমবে। আর এই ক্ষেত্রে হালকা কোনো স্ক্রাব ব্যবহার করুন।

লেবুর রস

লেবুতে রয়েছে সাইট্রিক উপাদান, যা ত্বকের বাড়তি তেল শুষে নেয়। তুলা বা পাতলা কাপড়ে লেবুর রস নিয়ে মুখ ও ঘাড়ে-গলায় মাখুন। এই রস ত্বকের তেল দূর করবে। ত্বকে আটকে থাকা যাবতীয় ময়লাগুলোও চলে যায়, ব্রণের সমস্যাও চলে যায়। কয়েক ফোটা লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে ২০ মিনিট লাগিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

শশার রস

তৈলাক্তভাব দূর করতে শসা খুবই কাজে লাগে। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে তৈলাক্তভাব কমে যায়, ত্বক পরিস্কার হয়।

কলা

কলা ত্বকের তৈলাক্তভাব দূর করতে পারে। একটা পাকা কলা হাতে মেখেই পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন।

চালের গুঁড়া

চালের গুঁড়াতে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে।

গ্রিন টি

গ্রিন টি ত্বকের তৈলাক্তভাব দূর করতে পারে। দুই টেবিল চামচ গ্রিন টির সঙ্গে এক টেবিল চামচ মধু ও এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখে ২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন।

সারাদিন ধুলো-বালি আর রোদ থেকে হয়তো মুক্তি পাওয়াটা মুশকিল। কিন্তু রুপচর্চার প্রথম কথা হলো বেশি বেশি পানি পান করা, এটাই মানেন তাহলে আর কোনো চিন্তা নেই। এবং শাক-সবজি-ফলমূল খাওয়া আর হাসি-খুশি থাকা। তাহলেই রূপলাবণ্যের জন্য আপনাকে বেশি একটা কষ্ট করতে হবে না।

ট্যাগ :
জনপ্রিয়

ঘরে বসেই ত্বকের তৈলাক্ততা দূর করবেন যেভাবে

প্রকাশিত : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮

ত্বকের তৈলাক্তভাব নিয়ে মুশকিলে পড়েন অনেকেই। এর কারণে ত্বকে নানা সমস্যাও দেখা দেয়। আমাদের অনেকের কাছেই মুখের তৈলাক্ততা বেশ বিরক্তিকর। মুখে তৈলাক্তভাব আমাদের অনেকেরই কমন সমস্যা। বিশেষ করে এই গরমের সময়ে। ঘরে থাকি বা বাইরে যাই- গরমে মধ্যে মুখ ঘেমে তেল বেরিয়ে মুখের সৌন্দর্যই নষ্ট করে দেয় একেবারে। সেই সঙ্গে তৈলাক্ত ত্বকে ধুলো ময়লা বেশি টানে, উজ্জ্বলতা কমে যায়, ব্রণের সমস্যা দেখা দেয়।

ত্বকের তৈলাক্ততা দূর করতে চাইলে প্রতিদিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে হবে। ত্বকে কৃত্রিম ক্রিম ব্যবহার না করে প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে হবে। তাই ঘরে বসেই ত্বকের তৈলাক্ততা দূর করবেন কিভাবে তা জেনে নিন।

অয়েল ফ্রি ময়েশ্চারাইজার

তৈলাক্ত ত্বকে তেলযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না কখনোই। এতে ত্বক আরও বেশি তৈলাক্ত হয়। তেল ছাড়া ময়েশ্চারাইজার ব্যবহারে করলেও ত্বক ভালোভাবে ময়েশ্চার হয়।

সপ্তাহে একদিন স্ক্রাব ব্যবহার

ত্বকে সপ্তাহে অন্তত একদিন ত্বকের উপযোগী কোনো স্ক্রাব ব্যবহার করুন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ময়লা কমবে। আর এই ক্ষেত্রে হালকা কোনো স্ক্রাব ব্যবহার করুন।

লেবুর রস

লেবুতে রয়েছে সাইট্রিক উপাদান, যা ত্বকের বাড়তি তেল শুষে নেয়। তুলা বা পাতলা কাপড়ে লেবুর রস নিয়ে মুখ ও ঘাড়ে-গলায় মাখুন। এই রস ত্বকের তেল দূর করবে। ত্বকে আটকে থাকা যাবতীয় ময়লাগুলোও চলে যায়, ব্রণের সমস্যাও চলে যায়। কয়েক ফোটা লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে ২০ মিনিট লাগিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

শশার রস

তৈলাক্তভাব দূর করতে শসা খুবই কাজে লাগে। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে তৈলাক্তভাব কমে যায়, ত্বক পরিস্কার হয়।

কলা

কলা ত্বকের তৈলাক্তভাব দূর করতে পারে। একটা পাকা কলা হাতে মেখেই পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন।

চালের গুঁড়া

চালের গুঁড়াতে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে।

গ্রিন টি

গ্রিন টি ত্বকের তৈলাক্তভাব দূর করতে পারে। দুই টেবিল চামচ গ্রিন টির সঙ্গে এক টেবিল চামচ মধু ও এক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখে ২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন।

সারাদিন ধুলো-বালি আর রোদ থেকে হয়তো মুক্তি পাওয়াটা মুশকিল। কিন্তু রুপচর্চার প্রথম কথা হলো বেশি বেশি পানি পান করা, এটাই মানেন তাহলে আর কোনো চিন্তা নেই। এবং শাক-সবজি-ফলমূল খাওয়া আর হাসি-খুশি থাকা। তাহলেই রূপলাবণ্যের জন্য আপনাকে বেশি একটা কষ্ট করতে হবে না।