০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ১ জুলাই

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১ জুলাই ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এতে পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী হাজিরা দেন। এরপর তিনি মামলাটি উচ্চ আদালতে আদেশের অপেক্ষায় রয়েছে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

এর প্রেক্ষিতে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আগামী ১ জুলাই। এ সময় অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন।

এর আগে, গত বছরের ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন, পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর ৩১ আগস্ট জামিন পান এ চিত্রনায়িকা। পরদিন হন কারামুক্ত।

বিজনেস বাংলাদেশ/একে

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

পরীমণির মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ১ জুলাই

প্রকাশিত : ০২:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১ জুলাই ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এতে পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী হাজিরা দেন। এরপর তিনি মামলাটি উচ্চ আদালতে আদেশের অপেক্ষায় রয়েছে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

এর প্রেক্ষিতে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আগামী ১ জুলাই। এ সময় অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন।

এর আগে, গত বছরের ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন, পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর ৩১ আগস্ট জামিন পান এ চিত্রনায়িকা। পরদিন হন কারামুক্ত।

বিজনেস বাংলাদেশ/একে