১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রাম ওয়াসার অনিয়ম তদন্তে

চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

চট্টগ্রাম ওয়াসার অনিয়ম তদন্তে আগামীকাল শনিবার ওয়াসা ভবনে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ৭ সেপ্টেম্বর (শনিবার) তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন করছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। যেখানে তিনি বলেন, সরকার তাকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন।

উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টানা ছয় মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ পদটি দখলে রেখেছেন প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। ওয়াসার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে কয়েক হাজার কোটি টাকা ভাগবাটোয়ারা ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব অপরাধের কারণে তাকে এমডি পদ থেকে পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ। ওয়াসার এমডিকে অতিসত্বর পদত্যাগের আহ্বান জানিয়ে ওয়াসা ভবনে বিক্ষোভকারীরা বলেন, ‘স্বৈরশাসক খুনি হাসিনা সরকারের খুব আপনজনদের একজন আপনি। সুতরাং আমরা চাই স্বৈরশাসকের অনুসারীরা এ রাষ্ট্র পরিচালনায় থাকবে না। তাই অতিসত্বর চট্টগ্রাম ওয়াসার এমডি থেকে পদত্যাগ করুন। স্বৈরশাসকের কোনো দোসরকে এ পদে রাখব না।’

এখন আপনি কী করবেন বলেন? এমন প্রশ্নের উত্তরে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, ‘আমি কোনো স্বৈরশাসকের দোসর না। তাদের কারও সঙ্গে আমার যোগাযোগও ছিল না।’

বিক্ষোভকারীরা বলেন, আপনার ১৬ বছর ধরে এ চুক্তিভিত্তিক নিয়োগ কে দিয়েছে, জানতে চাইলে একেএম ফজলুল্লাহ বলেন, ‘বোর্ড থেকে দেওয়া হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম ওয়াসার অনিয়ম তদন্তে

চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

প্রকাশিত : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম ওয়াসার অনিয়ম তদন্তে আগামীকাল শনিবার ওয়াসা ভবনে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ৭ সেপ্টেম্বর (শনিবার) তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন করছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। যেখানে তিনি বলেন, সরকার তাকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন।

উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টানা ছয় মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চট্টগ্রাম ওয়াসার গুরুত্বপূর্ণ পদটি দখলে রেখেছেন প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। ওয়াসার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে কয়েক হাজার কোটি টাকা ভাগবাটোয়ারা ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব অপরাধের কারণে তাকে এমডি পদ থেকে পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজ। ওয়াসার এমডিকে অতিসত্বর পদত্যাগের আহ্বান জানিয়ে ওয়াসা ভবনে বিক্ষোভকারীরা বলেন, ‘স্বৈরশাসক খুনি হাসিনা সরকারের খুব আপনজনদের একজন আপনি। সুতরাং আমরা চাই স্বৈরশাসকের অনুসারীরা এ রাষ্ট্র পরিচালনায় থাকবে না। তাই অতিসত্বর চট্টগ্রাম ওয়াসার এমডি থেকে পদত্যাগ করুন। স্বৈরশাসকের কোনো দোসরকে এ পদে রাখব না।’

এখন আপনি কী করবেন বলেন? এমন প্রশ্নের উত্তরে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, ‘আমি কোনো স্বৈরশাসকের দোসর না। তাদের কারও সঙ্গে আমার যোগাযোগও ছিল না।’

বিক্ষোভকারীরা বলেন, আপনার ১৬ বছর ধরে এ চুক্তিভিত্তিক নিয়োগ কে দিয়েছে, জানতে চাইলে একেএম ফজলুল্লাহ বলেন, ‘বোর্ড থেকে দেওয়া হয়েছে।’

বিজনেস বাংলাদেশ/একে