ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের জয়পুরহাটের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আবুল ফাত্তাহ, ফিল্ড সুপারভাইজার আব্দুর রউফ, রবিউল ইসলাম, মডেল কেয়ারটেকার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এময় বক্তারা, প্রকল্পের মাত্র ৭০০ জন জনবলকে দ্রুত রাজস্ব খাতভূক্ত করে এবং শিক্ষক-কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভূক্ত করে সময়োপযোগী বেতন বৃদ্ধি পূর্বক ১লা জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে বকেয়া বেতন-ভাতা ঈদুল আযহার পূর্বেই প্রদানের লক্ষ্যে প্রকল্প অনুমোদনের জন্য দাবি জানান।
পাঁচদফা দাবি সমূহগুলো হলো-
১. জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা’র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে।
২. প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে।
৩. ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে।
৪. কর্মী ও কেয়ারটেকারদেরকে স্কেলভূক্ত করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।
ডিএস./