চট্টগ্রামের সীতাকুণ্ডে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক এবং এ আর এন্টারপ্রাইজ এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন রুবেলকে সংবর্ধনা দিয়েছে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টায় শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পবিত্র কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে স্কুল মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় কয়েকশ শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষক ও পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন আজদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সংবর্ধিত অতিথি শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আলাউদ্দিন রুবেল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী ও সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল এবং সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছালামত উল্ল্যাহ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি জিতেন্দ্র নারায়ণ নাটু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনসন আলী ও সহ-সভাপতি মোঃ মহসিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, দাতা সদস্য মোঃ আবু তাহের, সদস্য আনোয়ারুল করিম, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, অবঃ টিএসআই আব্দুল মাবুদসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং অভিবাবকবৃন্দ।
ডিএস./