কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ছাএদলের উদ্যােগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ই মে) সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাএ দলের উদ্যােগে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতককে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে ছাএদল নেতা জালাল উদ্দিন লিয়ন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মঞ্জু।
প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দিদার হোসেন, আসাদুল ইসলাম, নাজিম, মাটিরাঙ্গা কলেজ ছাত্রদল নেতা আরিফ কাজী সহ মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি ন্যক্কারজনক ও পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাস চাই। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাএদল নেতারা।
ডিএস,.