০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টুইটারে ‘বুকমার্কস’ সুবিধা যুক্ত হতে যাচ্ছে

ইক্রো ব্লগিং সাইট টুইটার নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। ‘বুকমার্কস’ নামের নতুন এই ফিচারে ব্যবহারকারী পছন্দমতো কোনো টুইট পরে পড়ার জন্য সেভ করে রাখতে পারবে। প্রতিষ্ঠানের পণ্য বিভাগের প্রধান কিথ কোলম্যান এক টুইটে জানান, #সেইভফরলেটার নামের নতুন ফিচারটির কাজ হচ্ছে।
চলতি বছর অক্টোবরে টুইটার জানিয়েছিল, টুইট সংরক্ষণ করে রাখার জন্য তারা একটি বুকমার্কিং ফিচার তৈরি করছে। এই ফিচারের মাধ্যমে গ্রাহক ব্যক্তিগতভাবে টুইট ফ্ল্যাগ করে রাখতে পারবেন। আর অবসর সময়ে টুইটগুলো পড়তে পারবেন। পূর্বের একটি ডেমো’তে দেখা গেছে, কীভাবে বুকমার্ক ফাংশন কাজ করতে পারে ব্যবহারকারীরা একটি টুইটের কোনার বাটনে ক্লিক করলে, একটি মেনু পপ আউট হবে এবং এখানে ‘বুকমার্ক যোগ করুন’ অপশনটি প্রদর্শিত হবে।
টুইটার এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, ‘বুকমার্কস নিয়ে আরও বিস্তারিত আসলে অবশ্যই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিব।
সর্বশেষ প্রান্তিক অনুযায়ী, টুইটারে ৩৩০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।
সূত্র: দ্য ভার্জ

ট্যাগ :
জনপ্রিয়

টুইটারে ‘বুকমার্কস’ সুবিধা যুক্ত হতে যাচ্ছে

প্রকাশিত : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

ইক্রো ব্লগিং সাইট টুইটার নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। ‘বুকমার্কস’ নামের নতুন এই ফিচারে ব্যবহারকারী পছন্দমতো কোনো টুইট পরে পড়ার জন্য সেভ করে রাখতে পারবে। প্রতিষ্ঠানের পণ্য বিভাগের প্রধান কিথ কোলম্যান এক টুইটে জানান, #সেইভফরলেটার নামের নতুন ফিচারটির কাজ হচ্ছে।
চলতি বছর অক্টোবরে টুইটার জানিয়েছিল, টুইট সংরক্ষণ করে রাখার জন্য তারা একটি বুকমার্কিং ফিচার তৈরি করছে। এই ফিচারের মাধ্যমে গ্রাহক ব্যক্তিগতভাবে টুইট ফ্ল্যাগ করে রাখতে পারবেন। আর অবসর সময়ে টুইটগুলো পড়তে পারবেন। পূর্বের একটি ডেমো’তে দেখা গেছে, কীভাবে বুকমার্ক ফাংশন কাজ করতে পারে ব্যবহারকারীরা একটি টুইটের কোনার বাটনে ক্লিক করলে, একটি মেনু পপ আউট হবে এবং এখানে ‘বুকমার্ক যোগ করুন’ অপশনটি প্রদর্শিত হবে।
টুইটার এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, ‘বুকমার্কস নিয়ে আরও বিস্তারিত আসলে অবশ্যই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিব।
সর্বশেষ প্রান্তিক অনুযায়ী, টুইটারে ৩৩০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।
সূত্র: দ্য ভার্জ