১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল আজ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (শনিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে দলটি।

দলটির নেতারা জানান, সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় জমায়েত করার লক্ষ্যে দলটি প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি যৌথসভা করে দলটির কেন্দ্রীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ঢাকা মহানগরসহ রাজধানীর আশপাশের আট জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে বলা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের সময়কে বলেন, বেলা ২টায় পূর্বঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবে। আমরা প্রস্তুতি নিয়েছি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হন। তার পর থেকে গত দুই বছরের অধিক সময় সাবেক এ প্রধানমন্ত্রী কারাগারে রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনসমুদ্রে রূপ নিয়েছে সিলেট আলিয়া মাদরাসা মাঠ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল আজ

প্রকাশিত : ১২:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (শনিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে দলটি।

দলটির নেতারা জানান, সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় জমায়েত করার লক্ষ্যে দলটি প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি যৌথসভা করে দলটির কেন্দ্রীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ঢাকা মহানগরসহ রাজধানীর আশপাশের আট জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে বলা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের সময়কে বলেন, বেলা ২টায় পূর্বঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবে। আমরা প্রস্তুতি নিয়েছি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হন। তার পর থেকে গত দুই বছরের অধিক সময় সাবেক এ প্রধানমন্ত্রী কারাগারে রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ