আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বেগম খালেদা জিয়ার প্যারোল নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাংবিধানিকভাবে খালেদা জিয়া জামিন পাওয়ার অধিকার রাখেন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রেখে তিলে তিলে শেষ করে দিচ্ছে সরকার।’
প্যারোলে মুক্তি চাওয়া বা না চাওয়া তার পারিবারিক ব্যাপার, এটা নিয়ে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান বিএনপি মহাসচিব। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, মানবিক কারণে তার মুক্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বেআইনিভাবে অত্যন্ত মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার মামলা জামিন যোগ্য। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মুক্তি দিচ্ছে না।’
তিনি বলেন, ‘সরকার সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।গণতন্ত্রকে যদি সঠিকভাবে রক্ষা করতে হয়, আওয়ামী লীগের স্বার্থেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত। কারণ খালেদা জিয়াই হলো গণতন্ত্রের প্রতীক।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























