সংযুক্ত আরব আমিরাতে আলহাজ্ব মোহাম্মদ শেখ মফিজ উদ্দিন (৫৮) নামে এক রেমিট্যান্স প্রবাসীর মৃত্যু হয়েছে। সে সদর রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার শেখ ওমর আলী বাড়ীর মৃত আবদুল মালেকের পুত্র।
জানা গেছে, শেখ মফিজ উদ্দিন দুই কন্যা ও এক সন্তানের জনক। তিনি দীর্ঘ দিন জীবন-জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে পারিজমায়। অপর দিকে শেখ মফিজ উদ্দিনের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি মোহাম্মদ পুরে গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, গত ২-মে শনিবার দুবাইতে স্থানীয় সময় ১২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) তিনি মারা যায়।
বিজনেস বাংলাদেশ / আতিক























