ঢাকা-৫ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (০৬ মে) বাদ আসর মাতুইল ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা হওয়ার পর মাতুইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাবিবুর রহমানের মরদেহে।
এর আগে ৬ মে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।হাবিবুর রহমান মোল্লা প্রায় এক মাস ধরে এই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মৃত্যুকালে হাবিবুর রহমান মোল্লা স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে পুরো ঢাকা-০৫ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রাজনীতির অঙ্গনের বর্ষীয়ান এই নেতাকে হারিয়ে শোকে মহীয়ান দলীয় নেতা কর্মীরা।
সারুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার নাসির উদ্দিন নামে তার এক কর্মীকে অঝোঁরে কাদঁতে দেখে তার কাছে এই বর্ষীয়ান রাজনীতিবিদ সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রিয় নেতাকে হারিয়ে বাকরুদ্ধ।ঢাকা -০৫ নির্বাচনী এলাকার একমাত্র অভিভাবককে হারিয়ে শোকে কাতর।
হাবিবুর রহমান ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ






















