০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

৩ লাখ টাকা মুক্তিপণ, না পেয়ে ৬ বছরের শিশু হত্যা

গাজীপুরের বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় শারমিন সুলতানা (৬) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের রুম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, মাহাবুব (২৩) ও রাব্বী (১৯)।

জানা যায়, নিহত শারমিন গাজীপুরে কাপাসিয়ার নলগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছোট মেয়ে। জাহাঙ্গীর আলম হোটেল ব্যবসা পরিচালনা করেন।

জাহাঙ্গীর জানান, সকাল ১১ টায় তার মেয়ে বাসার পাশে খেলতে যায়। কিছু সময় পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, অপহরণকারীরা শিশুটিকে অপহরণের পর মাহাবুবের ঘরে আটকে রাখে। পরে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তারা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

৩ লাখ টাকা মুক্তিপণ, না পেয়ে ৬ বছরের শিশু হত্যা

প্রকাশিত : ০৮:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

গাজীপুরের বাঘেরবাজার বানিয়ারচালা এলাকায় শারমিন সুলতানা (৬) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে আব্দুল আলীর বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের রুম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, মাহাবুব (২৩) ও রাব্বী (১৯)।

জানা যায়, নিহত শারমিন গাজীপুরে কাপাসিয়ার নলগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছোট মেয়ে। জাহাঙ্গীর আলম হোটেল ব্যবসা পরিচালনা করেন।

জাহাঙ্গীর জানান, সকাল ১১ টায় তার মেয়ে বাসার পাশে খেলতে যায়। কিছু সময় পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি মোবাইল নম্বর থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, অপহরণকারীরা শিশুটিকে অপহরণের পর মাহাবুবের ঘরে আটকে রাখে। পরে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তারা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর