“Help and Rehabilitation for Helpless Child (HRHC) অর্থাৎ অসহায় শিশুদের সাহায্য ও পুনর্বাসনকেন্দ্র এর পক্ষ থেকে অসহায় ও দু:স্থ শিশুদের মাঝে ইদ সামগ্রী হিসেবে সেমাই, চিনিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এর আগেও HRHC এর পক্ষ থেকে সদস্যগন বাড়ি বাড়ি গিয়ে করোনার প্রভাবে কাজ হারানো অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছিলেন।
HRHC এর প্রধান উদ্যোক্তা মো.আজিজুর রহমান জানান, ‘সংগঠনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কিছু অসহায় পরিবারকে খাদ্য সহায়তা করছি। আগামীতেও এ সংগঠনের মাধ্যমে অসহায় মানুষদের জন্য সব ধরণের সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।
সংগঠনের প্রধান উপদেষ্টা, গাজিপুর জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেম জানান, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনা মোকাবেলা করতে অনেক সংগঠন বিভিন্ন সহযোগিতার মাধ্যমে অসহায়, দু:স্থ ও কর্মহীন গরীব মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ করোনা মুক্ত হবে ইনশাল্লাহ।’তিনি আরও বলেন,’প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে HRHC এর তরুন সদস্যগন করোনা মোকাবেলা করতে এলাকাবাসীকে সচেতনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে।এলাকায় যাতে কোন শিশু খাদ্য সংকটে না পরে সেই দিক বিবেচনা করে সেই শিশুদের পরিবারকে সংগঠনের মাধ্যমে দফায় দফায় খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহন করেছে।
‘এই মহাসংকটের দিনে সমাজের সব বিত্তবান মানুষদের করোনার প্রভাবে অসহায় মানুষদের পাশে থাকার জন্য অনুরোধ জানান তিনি। উল্লেখ্য যে,হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন ফর হেল্পলেস চাইল্ড (HRHC) গাজিপুর মহানগর ১৭ নং ওয়ার্ডের মোগরখাল এলাকায় অবস্থিত।এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
কিছু স্বপ্নচারী তরুণদের উদ্যোগে সমাজে অসহায় ও অধিকার বঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নের কাজের জন্যেই এ সংগঠনের সৃষ্টি।করোনা মোকাবেলার ক্ষেত্রে সংগঠনের সদস্যগন শুরু থেকে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, লকডাউন বাস্তবায়ন ও সামাজিক দুরুত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মতে,জনকল্যাণমুলক কাজের মাধ্যমে সংগঠনটি এলাকায় ভালো সাড়া জাগিয়েছে।এই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আমরা সবসময় সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করে যাবো। HRHC গঠন করতে এ্যাডভোকেট আদনান খন্দকার, বিজয় হোসেন হৃদয়,শাকিল হাসান,ফাহিম মোর্শেদ,পাপ্পু,মিনহাজ,নুর হোসেন,সৌমিক,রাকিব,রাফি সহ অনেকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।সবার উপস্থিতিতে আজকের কর্মসুচি সফলভাবে সম্পন্ন হয়।
বিজনেস বাংলাদেশ / আতিক




















