০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

কতদিনে বিদ্যুৎ সংযোগ চালু হবে তা জানে না কর্তৃপক্ষ

ঘূর্নিঝড় আম্ফানের প্রভাবে ২০ মে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ৮ম দিনেও প্রায় ৫ লক্ষ গ্রাহকের চাহিদার বিপরীতে দেড় লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সেবা দিচ্ছে। তাও নামে মাত্র।  দিনে অনেক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াসহ নানা সমস্যার অভিযোগ রয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেযারম্যানের নির্দেশ আম্ফানের পর ২ দিনের মধ্যে প্রান্তিক গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ চালু করার কথা থাকলেও সাতক্ষীরার চিত্র এখনো ভিন্ন।

সদর দপ্তর এলাকার ৩ কিলোমিটারেরর মধ্যে এখনও বিদ্যুৎ লাইনের তার মাটিতে পড়ে আছে। এতে ৮ হাজার কিলোমিটার লাইনের কি অবস্থা তা সহজেই নিরুপণ করা সম্ভব।

অনুসন্ধানে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ এর খুটি তার পড়ে আছে। জেলার অন্যান্য এলাকায়ও একই অবস্থা।

এ দিকে একটি কুচক্রী মহল লাইনম্যানদের যোগসাজশে গ্রাহকদের দ্রুতবিদ্যুৎ সেবা দেওয়ার নামে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে, যা কাগজে কলমে প্রতিরোধে সীমাবদ্ধ। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

আম্ফানের পর ২য় দিনে সদর দপ্তর এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মৃত্যুর শিকার হয়েছে আমিনুল ইসলাম (১৯) নামের এক লাইনম্যান।

বন্ধ করা লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কি ভাবে মৃত্যু হতে পারে তা নিয়ে জনমনে চরম ক্ষোভ রয়েছে। একই ভাবে চলতি বছরের ২৩ শে জানুয়ারী দপ্তর এলাকার পুটিয়াখালী গ্রামে বন্ধ করা লাইনে দৈনিক মজুরী হারে কাজ করা শ্রমিককে বিদ্যুত এর খুটির উপরে তুলে দেন কিছু দ্বায়িত্বে অবহেলাকারী লাইনম্যানরা।

ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ফারুক নামের এক কিশোর। এ ঘটনার কিছুদিন পূর্বে দৈনিক মজুরী হারে কাজ করা আরও একটি প্রাণ বিদ্যুতে লাইনে স্পৃষ্ট হয়ে ভাড়ুখালী এলাকায় মারা যায়।

এ দিকে আম্ফানের পর প্রান্তিক পর্যায়ে ঈদের ২ দিন পরেই বিদ্যুৎ সেবা শতভাগ চালু করার কথা থাকলেও আজ এ প্রতিবেদককে জানিয়েছেন কবে নাগাদ বিদ্যুৎ সেবা শতভাগ চালু করতে পারবে তা জানেন না।

তাহলে বাইরের ঠিকাদার লাইনম্যান এনে ও সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করে গ্রাহক সেবার মান কতটুকু বৃদ্ধি পেল তা নিয়ে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আজ ২৭ শে মে বিকাল ৪ টা ৫ মিনিটে ০১৭৬৯৪০০০৭২ জেনারেল ম্যানেজারের নাম্বারে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে এজিএম পরিচয় দিয়ে বলেন স্যার অসুস্থ আছেন।

বিদ্যুৎ সেবা কবে নাগাত শতভাগ চালু হবে তা জানতে চাইলে বলেন, তা ঠিক করে বলা সম্ভব না। ১৫ দিনেও কি সম্ভাব না এমন উত্তরে বলেন তাও ঠিক করে বলা যাবে না।

 

বিজনেস বাংলাদেশ / আতিক

জনপ্রিয়

কতদিনে বিদ্যুৎ সংযোগ চালু হবে তা জানে না কর্তৃপক্ষ

প্রকাশিত : ০৯:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০

ঘূর্নিঝড় আম্ফানের প্রভাবে ২০ মে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ৮ম দিনেও প্রায় ৫ লক্ষ গ্রাহকের চাহিদার বিপরীতে দেড় লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সেবা দিচ্ছে। তাও নামে মাত্র।  দিনে অনেক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াসহ নানা সমস্যার অভিযোগ রয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেযারম্যানের নির্দেশ আম্ফানের পর ২ দিনের মধ্যে প্রান্তিক গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ চালু করার কথা থাকলেও সাতক্ষীরার চিত্র এখনো ভিন্ন।

সদর দপ্তর এলাকার ৩ কিলোমিটারেরর মধ্যে এখনও বিদ্যুৎ লাইনের তার মাটিতে পড়ে আছে। এতে ৮ হাজার কিলোমিটার লাইনের কি অবস্থা তা সহজেই নিরুপণ করা সম্ভব।

অনুসন্ধানে দেখা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ এর খুটি তার পড়ে আছে। জেলার অন্যান্য এলাকায়ও একই অবস্থা।

এ দিকে একটি কুচক্রী মহল লাইনম্যানদের যোগসাজশে গ্রাহকদের দ্রুতবিদ্যুৎ সেবা দেওয়ার নামে অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছে, যা কাগজে কলমে প্রতিরোধে সীমাবদ্ধ। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

আম্ফানের পর ২য় দিনে সদর দপ্তর এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মৃত্যুর শিকার হয়েছে আমিনুল ইসলাম (১৯) নামের এক লাইনম্যান।

বন্ধ করা লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কি ভাবে মৃত্যু হতে পারে তা নিয়ে জনমনে চরম ক্ষোভ রয়েছে। একই ভাবে চলতি বছরের ২৩ শে জানুয়ারী দপ্তর এলাকার পুটিয়াখালী গ্রামে বন্ধ করা লাইনে দৈনিক মজুরী হারে কাজ করা শ্রমিককে বিদ্যুত এর খুটির উপরে তুলে দেন কিছু দ্বায়িত্বে অবহেলাকারী লাইনম্যানরা।

ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ফারুক নামের এক কিশোর। এ ঘটনার কিছুদিন পূর্বে দৈনিক মজুরী হারে কাজ করা আরও একটি প্রাণ বিদ্যুতে লাইনে স্পৃষ্ট হয়ে ভাড়ুখালী এলাকায় মারা যায়।

এ দিকে আম্ফানের পর প্রান্তিক পর্যায়ে ঈদের ২ দিন পরেই বিদ্যুৎ সেবা শতভাগ চালু করার কথা থাকলেও আজ এ প্রতিবেদককে জানিয়েছেন কবে নাগাদ বিদ্যুৎ সেবা শতভাগ চালু করতে পারবে তা জানেন না।

তাহলে বাইরের ঠিকাদার লাইনম্যান এনে ও সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করে গ্রাহক সেবার মান কতটুকু বৃদ্ধি পেল তা নিয়ে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আজ ২৭ শে মে বিকাল ৪ টা ৫ মিনিটে ০১৭৬৯৪০০০৭২ জেনারেল ম্যানেজারের নাম্বারে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে এজিএম পরিচয় দিয়ে বলেন স্যার অসুস্থ আছেন।

বিদ্যুৎ সেবা কবে নাগাত শতভাগ চালু হবে তা জানতে চাইলে বলেন, তা ঠিক করে বলা সম্ভব না। ১৫ দিনেও কি সম্ভাব না এমন উত্তরে বলেন তাও ঠিক করে বলা যাবে না।

 

বিজনেস বাংলাদেশ / আতিক