ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে সাজা দেওয়া সেই এসিল্যান্ড আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন। বুধবার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে ক্ষমা চান। এর আগে তাকে তলব করেন আদালত।
এক আইনজীবীকে সাজা দেওয়ার পর তাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বদলি করা হয়।
এ বিষয়ে বিরোদা রানির আইনজীবী মামুন মাহবুব তিনি বলেন, আজ আমরা মৌখিকভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। আদালত বলেছেন, লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে। বৃহস্পতিবার লিখিতভাবে আদালতে ক্ষমা চাওয়া হবে। আদালত বৃহস্পতিবারই আদেশের দিন ধার্য করেছেন।
১২ ডিসেম্বর একটি নামজারির মামলায় শুনানি করতে দিনাজপুরের বীরগঞ্জে এসিল্যান্ডের কক্ষে বসেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিরোদ বিহারী রায়। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে একদিনের কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার বিরোদা রানী রায়।
ভুক্তভোগী ওই আইনজীবীর অভিযোগ, সাজা দেওয়ার সময় এসিল্যান্ড তাকে বলেন, আমি আমার ক্ষমতা দেখালাম, পারলে আপনি আপনার ক্ষমতা দেখান।
পরে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে স্থানীয় আইনজীবী সমিতি। এ ঘটনায় বিরোদা রানী রায়কে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়। যদিও এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি।

























