ভালো এবং মানবিক আচরণের জন্য চট্টগ্রামের আপামর মানুষের কাছে জনপ্রিয় ছিলেন চিকিৎসক সামিরুল ইসলাম। যখন তিনি নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হন, বিভিন্ন
শ্রেণিপেশার মানুষ উৎকণ্ঠা জানিয়ে সরব হন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধীরে ধীরে সুস্থ হওয়ার খবরে মানুষের মধ্যে স্বস্তিও তৈরি হয়েছিল। কিন্তু অসংখ্য শুভাকাঙ্ক্ষীর আকুতিকে উপেক্ষা করে মানবিক এ চিকিৎসক চলে গেলেন না ফেরার দেশে।
বুধবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিরুল ইসলাম মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. নুরুন নবী বলেন, ‘সামিরুল সাহেবের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছিল। কিন্তু করোনায় ওনার ফুসফুসে যে সংক্রমণটা হয়েছিল, সেটি থেকে উনি রিকভার হতে পারেননি। এ জন্য উনাকে কন্টিনিউয়াসলি হাই ফ্লো অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল। আজ (বুধবার) দুপুর ২টায় আইসিইউতে তিনি মারা গেছেন।’
সমিরুলের বন্ধু স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সামিরুল দুই সপ্তাহ চমেক হাসপাতালের আইসিইউতে ছিলেন। ২৯ মে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।
কিছুটা সুস্থ হলে গত ১৩ জুন তাকে চমেক থেকে বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালের কেবিনে নেওয়া হয়। এর মধ্যে তার করোনা নেগেটিভ প্রতিবেদন আসে। কিন্তু এরপর হঠাৎ করে বুধবার সকালে তার ফুসফুসের জটিলতা দেখা দেয়। অক্সিজেন স্যাচুরেশান কমে যায়। এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
সামিরুল ইসলামের স্ত্রী চমেকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মুনা ইসলাম এবং দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু বাসায় চিকিৎসা নিয়ে তারা এখন সুস্থ আছেন।
চমেক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরও তিনি চিকিৎসা বন্ধ করেননি। নিয়মিত হাসপাতালে গেছেন এবং রোগীদের সেবা দিয়েছেন। রোগীদের অস্ত্রোপচারেও অংশ নিয়েছেন।
মৃত্যুর পর মানবিক চিকিৎসক সামিরুলের জন্য স্বাভাবিকভাবেই চট্টগ্রামে আবারও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামিরুলের জন্য আবেগের প্রকাশ ঘটাচ্ছেন অনেকেই।
বিজনেস বাংলাদেশ/ এ আর