করোনায় আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট হলে চিকিৎসা প্রদানের সুবিধার্থে এই প্রথম কুমিল্লা জেলার মধ্যে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের সেন্ট্রাল অক্সিজেন সেচ্যুরেশান ফ্লোমিটার স্থাপন করা হয়েছে। সাবেক আইন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি’র নির্দেশে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে (৪ জুলাই ২০২০)শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ১০ বেডের সেন্ট্রাল অক্সিজেন সেচ্যুরেশান ফ্লোমিটার” স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়।
এডভোকেট আবদুল মতিন খসরু এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অক্সিজেন সরবরাহ ইউনিট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।পরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো. আখলাক হায়দার,বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক (পিপিএম), বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি:বাছির খান, হাসপাতালের মেডিকেল অফিসার মো:মনিরুল ইসলাম,কর্মকর্তা ফাতেমা বেগম,গাজীউল হাসান আজগর,ডাক্তার গোলাম রাব্বানী, ডাক্তার আনিকাসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান


























