গাজীপুরে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগের আয়োজনে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে, স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এই অনুষ্ঠান করা হয়।
আলোচনা সভায় নির্বাহী প্রকৌশলী বৃষ্টি সরকারের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মো: খলিলুর রহমান, অফিস সহকারী আবু রাসেল, ঠিকাদার মো: নাসির উদ্দিন ভূঁইয়া, মো: মোরশেদ উল আলম, আশরাফুল হক চৌধুরী (কলি) প্রমূখ।
সভাপতির বক্তব্যে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাহী প্রকৌশলী বৃষ্টি সরকার। এসময় লিখিত বক্তব্যে শহীদদের নিয়ে স্মৃতি চারন করে বঙ্গবন্ধুর কৃতিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। গাজীপুরে মুক্তিযোদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।


























