ফরিদপুর দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই শিক্ষাবৃত্তি প্রধান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদের সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন , বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস পিএএ, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ফরিদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, ড্যাব জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুসলিম মিশন সম্পাদক এম এ সামাদ, ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. শেখ আব্দুস ছামাদ সহ প্রমূখ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ২০০৩ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর ফাউন্ডেশন এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন । অনুষ্ঠানে পরবর্তী পর্বে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামীদিনে দেশ গঠন এবং শিক্ষা বিস্তারে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ (দশ) হাজার টাকার চেক প্রদান করা হয়।
ডিএস./





















