ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে কবি জসীমউদ্দীন হলে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক শেখ আব্দুস সামাদবাংলাদেশ মূক, বধির সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. শামসুল ইসলাম আল বরাটি, পথকলি সংস্থা নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, সূর্যোদয় সংস্থার প্রতিনিধি কুদ্দুস মোল্লা ,আস্থা নারী পরিষদের কর্মকর্তা মিনি আক্তার প্রমূখ।
সভায় বক্তারা প্রতিবন্ধী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উপযুক্ত শিক্ষা পেলে তারাও একদিন সমাজের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। প্রতিবন্ধীদের প্রতি সদয় দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে তিনজন প্রতিবন্ধীর ব্যক্তির মধ্যে হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তাবৃন্দ এনজিও সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস,.




















