০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ১২ জনের অর্থদণ্ড

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে ছয় নারীসহ ১২ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে আদালত প্রায় এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোড় ও কড্ডা নান্দুন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে ও গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) উদ্যোগে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই এলাকার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আদালত অবৈধ গ্যাস লাইন স্থাপন ও গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে স্থানীয় জেসমিনকে ৩০ হাজার টাকা, মহিউদ্দিনকে ১০ হাজার, নবী মিয়াকে ২০ হাজার, শাওনকে ১০ হাজার, ইউসুফ সরদারকে ১৫ হাজার, আলী আজগরকে ১০ হাজার, দীপ্তিকে ২ হাজার, ঝর্ণাকে ২ হাজার, ইতিকে ২ হাজার, নুরুল হককে ২ হাজার, রূপসীকে ২ হাজার ও হাসিকে ২ হাজার করে মোট ১ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে ৫০০ বাসাবাড়ির এক হাজারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত সাড়ে দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ২০০ মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। এ সময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহূত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যান। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসাবাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।

এ সময় গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কেএইচ ফয়সাল আহমেদ ও শেখ জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও মো. সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ১২ জনের অর্থদণ্ড

প্রকাশিত : ০৪:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে ছয় নারীসহ ১২ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে আদালত প্রায় এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোড় ও কড্ডা নান্দুন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে ও গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) উদ্যোগে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই এলাকার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আদালত অবৈধ গ্যাস লাইন স্থাপন ও গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে স্থানীয় জেসমিনকে ৩০ হাজার টাকা, মহিউদ্দিনকে ১০ হাজার, নবী মিয়াকে ২০ হাজার, শাওনকে ১০ হাজার, ইউসুফ সরদারকে ১৫ হাজার, আলী আজগরকে ১০ হাজার, দীপ্তিকে ২ হাজার, ঝর্ণাকে ২ হাজার, ইতিকে ২ হাজার, নুরুল হককে ২ হাজার, রূপসীকে ২ হাজার ও হাসিকে ২ হাজার করে মোট ১ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে ৫০০ বাসাবাড়ির এক হাজারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত সাড়ে দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ২০০ মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। এ সময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহূত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যান। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসাবাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।

এ সময় গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কেএইচ ফয়সাল আহমেদ ও শেখ জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও মো. সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ