এক জার নুটেলায় কত ক্যালোরি থাকে, জানেন? চারশো৷ কিংবা এক বসায় ৫০০ চিকেন নাগেট খাবার কথা কল্পনা করেছেন কখনো? নেলা জিসার তা পারেন৷ এবং এত খাওয়ার পরও তিনি দিব্যি স্লিমই থাকেন৷
ইউটিউব স্টার নেলা৷ নিজের ইউটিউব পাতায় বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণের ভিডিও প্রকাশ করেন তিনি৷ চ্যালেঞ্জ মানে, এক বসায় কতটা খাওয়া যায় সেই চ্যালেঞ্জ৷ দেখা গেল, এক সকালে ১০,৭৮২ ক্যালোরির ইংলিশ ব্রেকফাস্ট করে ফেললেন তিনি৷ আর সেই খানাপিনার ভিডিও হয়ে গেল ভাইরাল৷
শুধু ইংলিশ ব্রেকফাস্টের কথা বলছি কেন? এক বসায় ১০০ চিজবার্গারও খেয়েছেন তিনি, খেয়েছেন দশফুট লম্বা স্যান্ডউইচ৷ এখন আবার বিভিন্ন ফাস্টফুড চেইনের চ্যালেঞ্জও গ্রহণ করছেন তিনি৷ সম্প্রতি কেএফসি’র এক চ্যালেঞ্জ গ্রহণ করে ১৫ মিনিটেই সাবাড় করেছেন ২১৬০ ক্যালোরির চিকেন, আলু ভাজা আর সালাদ৷
নেলা এত খেয়েও নিজের শরীরের গঠন কিভাবে ঠিক রাখেন, তা এক রহস্য৷ সুত্র: ডিডব্লিউ।


























