বাংলাদেশ টেলিভশিন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখা প্রধানের দায়িত্ব পেয়েছেন প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। সম্প্রতি কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত স্বাক্ষরিত এক আদেশের মাধ্যেমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। এখন থেকে নিয়োগী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনার পাশিপাশি ওই শাখার প্রশাসনিক দায়িত্বও পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী ছোট বেলা থেকেই লেখালেখির প্রতি বেশ আগ্রহী ছিলেন। ২০০৫ সালে দৈনিক যুগান্তরের ফান ম্যাগাজিন ‘বিচ্ছু’তে লেখালেখির মধ্য দিয়ে তার লেখক জীবনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে তিনি দৈনিক যুগান্তরের রিপোর্টারের কাজের পাশাপাশি ছোট গল্প, অপরাধ, জনদূর্ভোগ এবং শিক্ষাসহ বিভিন্ন পাতায় লেখালেখি ও সমন্বয়কের কাজ করেছেন।
এছাড়া ছাত্র জীবনে সুযোগ হয়েছে ক্যামেরার সামনে ও পিছনে কাজ করার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতি ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তছাড়া নির্বাচিত হয়েছিলেন বিশ্বিবিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তামানে তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের অন্যতম সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন।
উল্লেখ্য, সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী ২০১৬ সালে তথ্য মন্ত্রণালয়ের প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে বাংলাদেশে টেলিভিশেনে প্রযোজক(অনুষ্ঠান) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বদলি করা হয়। যোগদানের পর তিনি নৃ-তাত্তি¦ক জনগোষ্ঠীদের নিয়ে ‘পাহাড়িয়া মন’, বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে ছন্দে,’ পর্যটন বিষয়ক অনুষ্ঠান ‘যেতে যেতে পথে’ শিশু কিশোরদের অংশ গ্রহণে বিশেষ নাটিকা ও বিভিন্ন বিষয় নিয়ে টক’শোসহ কয়েক শতাধিক অনুষ্ঠানের প্রযোজনা করে বেশ জনপ্রিয়তা অর্জণ করেছেন।


























