রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। বেগবান যান এড়িয়ে চলুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল-২১ মে) পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক টুইটার প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে–২১ জুন) কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন –২২ জুলাই) ভাইবোনদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহ প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হলে প্রচুর উন্নতি করতে পারবেন। লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: আকাশি
শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসববাপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ও ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমানিত হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। তথা তারা কোনো না কোনো পুরস্কার পেতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণ হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। কর্ম ও ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম ফুলে ফেঁপে উঠবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও সমানতালে প্রাপ্ত হবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কারণে-অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেওয়ার চেষ্টা চালাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ তথা কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩।


























