০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মরদেহের সঙ্গে এ কেমন আচরণ?

যৌন বিকৃতির নতুন নজির গড়ে ফেললেন রাশিয়ার এক মর্গকর্মী। মর্গে থাকা এক মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠতায় মত্ত হল সে। এমনই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।

৩১ বছর বয়সে রাশিয়ার জনপ্রিয় টেলিভিশন তারকা ওকসানা আপলেকিয়েভা মারা গিয়েছিলেন ২০০৮ সালের ১ সেপ্টেম্বর। তাকে খুন করা হয়েছিল। অস্বাভাবিক মৃত্যুর কারণে, তার দেহ রাখা হয়েছিল মর্গে। সেই সময়েই সন্দেহ করা হয়েছিল, মর্গে তার মৃতদেহের সঙ্গে যৌনাচার করেছিল এক কর্মী।

আলেকজান্দার নামে সেই মর্গকর্মী অবশেষে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে। মর্গে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসাবে কাজ করত আলেকজান্দার। তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে এই অভিযোগ ওঠার পরেই আলেকজান্দারকে ছেড়ে চলে যান তার স্ত্রী।

যদিও আলেকজান্দারকে বরখাস্ত করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কারণ এই ধরনের কাজের ক্ষেত্রে রাশিয়ার আইনে কোনও শাস্তির বিধান নেই। এদিকে এখনও খোঁজই মেলেনি ওকসানার আসল খুনির।

ট্যাগ :

মরদেহের সঙ্গে এ কেমন আচরণ?

প্রকাশিত : ০৮:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮

যৌন বিকৃতির নতুন নজির গড়ে ফেললেন রাশিয়ার এক মর্গকর্মী। মর্গে থাকা এক মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠতায় মত্ত হল সে। এমনই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।

৩১ বছর বয়সে রাশিয়ার জনপ্রিয় টেলিভিশন তারকা ওকসানা আপলেকিয়েভা মারা গিয়েছিলেন ২০০৮ সালের ১ সেপ্টেম্বর। তাকে খুন করা হয়েছিল। অস্বাভাবিক মৃত্যুর কারণে, তার দেহ রাখা হয়েছিল মর্গে। সেই সময়েই সন্দেহ করা হয়েছিল, মর্গে তার মৃতদেহের সঙ্গে যৌনাচার করেছিল এক কর্মী।

আলেকজান্দার নামে সেই মর্গকর্মী অবশেষে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে। মর্গে ফরেন্সিক বিশেষজ্ঞ হিসাবে কাজ করত আলেকজান্দার। তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে এই অভিযোগ ওঠার পরেই আলেকজান্দারকে ছেড়ে চলে যান তার স্ত্রী।

যদিও আলেকজান্দারকে বরখাস্ত করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কারণ এই ধরনের কাজের ক্ষেত্রে রাশিয়ার আইনে কোনও শাস্তির বিধান নেই। এদিকে এখনও খোঁজই মেলেনি ওকসানার আসল খুনির।