১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

চি‌কিৎসক‌কে গা‌ড়ি‌তে তু‌লে মারধ‌রের পর বনের ভিতর ফে‌লে গেল ছিনতাইকারীরা

টাঙ্গাই‌লের ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আল মামুন ঢাকায় যাওয়ার প‌থে ছিনতাই‌য়ের কব‌লে প‌ড়ে বর্তমানে জীবন মৃতু্যর সন্ধিক্ষনে। শুক্রবার (১৯ মার্চ) বি‌কে‌লে ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) রা‌জিব পাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্প‌তিবার (১৮ মার্চ) সন্ধ‌্যায় ঢাকা- বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এ‌লেঙ্গা বাসস্ট‌্যান্ড থে‌কে ঢাকায় যাওয়ার কথা ব‌লে প্রাই‌ভেটকা‌রে তু‌লে নেয় ছিনতাইকারীরা। প‌রে তা‌কে হাত পা বে‌ধে ভালুকা এলাকায় ব‌নের ভেতর ফে‌লে রে‌খে রায় ছিনতাইকারীরা।
রা‌জিব পাল চৌধুরী ব‌লেন, ওই চি‌কিৎসক ঢাকায় যাওয়ার জন‌্য মহাসড়‌কের এ‌লেঙ্গা বাসস্ট‌্যান্ট এলাকায় গা‌ড়ির জন‌্য অ‌পেক্ষা কর‌ছিল। এসময় এক‌টি প্রাই‌ভেটকার এ‌সে ঢাকা যাওয়ার কথা ব‌লে কৌশ‌লে তা‌কে গা‌ড়ি‌তে তো‌লে। এরপর গা‌ড়ি‌টি মির্জাপুরের স‌ফিপুর হ‌য়ে ভালুকার এক‌টি ব‌নে হাত পা বে‌ধে ফে‌লে রে‌খে যায়। এরআ‌গে তার গা‌ড়ি‌তেই হয়ত তার চো‌খে বি‌শেষ কিছু ছি‌টি‌য়ে দেয়। এরপর তা‌কে বেধম মারধর করা হয়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তা‌কে প্রথ‌মে ভালুকা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে চি‌কিৎসা দেয়া হয়। ছিনতাইকারীরা তার ব‌্যবহৃত মোবাইল ফোন নগদ টাকাসহ সব কিছু ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে। ময়মন‌সিং‌হের ভালুকা উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. আক‌লিমা আক্তার ব‌লেন, ছিনতাই‌য়ের কব‌লে পড়া ওই চি‌কিৎসক‌কে রা‌তে হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। তা‌কে প্রচুর মারধর ও চো‌খে মারাত্মক জখম করা হ‌য়ে‌ছে। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে ঢাকায় প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চি‌কিৎসক‌কে গা‌ড়ি‌তে তু‌লে মারধ‌রের পর বনের ভিতর ফে‌লে গেল ছিনতাইকারীরা

প্রকাশিত : ০৮:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১

টাঙ্গাই‌লের ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আল মামুন ঢাকায় যাওয়ার প‌থে ছিনতাই‌য়ের কব‌লে প‌ড়ে বর্তমানে জীবন মৃতু্যর সন্ধিক্ষনে। শুক্রবার (১৯ মার্চ) বি‌কে‌লে ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) রা‌জিব পাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্প‌তিবার (১৮ মার্চ) সন্ধ‌্যায় ঢাকা- বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এ‌লেঙ্গা বাসস্ট‌্যান্ড থে‌কে ঢাকায় যাওয়ার কথা ব‌লে প্রাই‌ভেটকা‌রে তু‌লে নেয় ছিনতাইকারীরা। প‌রে তা‌কে হাত পা বে‌ধে ভালুকা এলাকায় ব‌নের ভেতর ফে‌লে রে‌খে রায় ছিনতাইকারীরা।
রা‌জিব পাল চৌধুরী ব‌লেন, ওই চি‌কিৎসক ঢাকায় যাওয়ার জন‌্য মহাসড়‌কের এ‌লেঙ্গা বাসস্ট‌্যান্ট এলাকায় গা‌ড়ির জন‌্য অ‌পেক্ষা কর‌ছিল। এসময় এক‌টি প্রাই‌ভেটকার এ‌সে ঢাকা যাওয়ার কথা ব‌লে কৌশ‌লে তা‌কে গা‌ড়ি‌তে তো‌লে। এরপর গা‌ড়ি‌টি মির্জাপুরের স‌ফিপুর হ‌য়ে ভালুকার এক‌টি ব‌নে হাত পা বে‌ধে ফে‌লে রে‌খে যায়। এরআ‌গে তার গা‌ড়ি‌তেই হয়ত তার চো‌খে বি‌শেষ কিছু ছি‌টি‌য়ে দেয়। এরপর তা‌কে বেধম মারধর করা হয়। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তা‌কে প্রথ‌মে ভালুকা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে চি‌কিৎসা দেয়া হয়। ছিনতাইকারীরা তার ব‌্যবহৃত মোবাইল ফোন নগদ টাকাসহ সব কিছু ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে। ময়মন‌সিং‌হের ভালুকা উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. আক‌লিমা আক্তার ব‌লেন, ছিনতাই‌য়ের কব‌লে পড়া ওই চি‌কিৎসক‌কে রা‌তে হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। তা‌কে প্রচুর মারধর ও চো‌খে মারাত্মক জখম করা হ‌য়ে‌ছে। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে ঢাকায় প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ