ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার সকাল ১১টা থেকে লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।প্রচারণা কালে ৯ নং ওয়ার্ডের খাপাড়া , ৮ নং ওয়ার্ডের মোহর কায়া, বিলমাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মমিনপুর,বড়বাদকয়া, সহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পথসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “ আমরা যারা ধানের শীষের মানুষ , যারা বিএনপিকে মনে প্রাণে ধারন করি, শহীদ জিয়া, খালেদা জিয়াকে ধারণ করে তারা কখনো বিএনপির বাহিরে যেতে পারেনা। ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রীর ছিলেন, তিনি বেঁচে নেই , আমি তার কন্যা, আমি এই এলাকার মেয়ে, আমি আপনাদের মেয়ে। ধানের শীষে ভোট দিব আমরা একটি আদর্শের কারণে , যেটা দেশ গড়ার কাজে দেয় ,আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ গড়বো তা হবে নিরাপদ বাংলাদেশ , মানবিক বাংলাদেশ । দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলি মিস্টু সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডিএস./




















