টাঙ্গাইলের কালিহাতী থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন । সোমবার (২২মার্চ) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাবাসিন্দা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। বিষয়টি কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী খাদ্যগুদামের কর্মকর্তা এনায়েত করিম।
কামরুল হাসান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে পূর্বাসিন্দা গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ বস্তা চাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মিয়ার নিকট জমা রাখা হয়েছে। চাল জব্দের আগ থেকে কাউকে না পাওয়ায় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কে চাল রাখছে তাকেও চিহ্নিত করা সম্ভব হয়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ












