১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ধর্মপাশায় লাঞ্ছিত ছাত্রলীগ নেতা ৫০ জনকে আসামি করে মামলা দায়ের

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আফজাল খান নামের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে ধর্মমীয় অবমাননার অভিযোগে পুলিশের সামনে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.আতিকুর রহমান।

সূত্রে জানা যায়, লাঞ্ছিত হওয়া ছাত্রলীগ নেতা আফজাল বাদি হয়ে গতকাল রাতে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম ও তার ছেলে আল মুজাহিদসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে মামলায় আসামি করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.আতিকুর রহমান বলেন, ঐ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ঘটনার সাথে জড়িত রফিকুল ইসলাম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজকে দুপুরে আদালতে পাটানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মপাশায় লাঞ্ছিত ছাত্রলীগ নেতা ৫০ জনকে আসামি করে মামলা দায়ের

প্রকাশিত : ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আফজাল খান নামের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে ধর্মমীয় অবমাননার অভিযোগে পুলিশের সামনে লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.আতিকুর রহমান।

সূত্রে জানা যায়, লাঞ্ছিত হওয়া ছাত্রলীগ নেতা আফজাল বাদি হয়ে গতকাল রাতে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম ও তার ছেলে আল মুজাহিদসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে মামলায় আসামি করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.আতিকুর রহমান বলেন, ঐ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ঘটনার সাথে জড়িত রফিকুল ইসলাম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজকে দুপুরে আদালতে পাটানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ