নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার বাড়ির পাওনা টাকা আত্মসাৎ করতে স্ত্রী তার স্বামী ডিভোর্স ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোনাব এলাকার এ ঘটনা ঘটে।
স্বামী গুলজার হোসেন জানান, গত ১০ বছর আগে উপজেলার বড় বলাইখা এলাকার নাসির মিয়ার মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসার জীবন চলাকালে গত দুই বছর আগে গুলজার হোসেনের শাশুরি সেলিনা আক্তার, শশুর নাসির মিয়া ও শালিকা শিমু আক্তার মিলে গুলজার হোসেন বড় বলাইখা এলাকায় তাদের বাড়িতে জমি রেজিস্ট্রি করে বিল্ডিং ঘর নির্মাণ করে দিবে বলে আশস্ত করেন। গুলজার হোসেন সরল বিশ^াসে স্ত্রী মারিয়া ও তার বাবামাকে নগদ ১৫ লাখ টাকা জমি রেজিস্ট্রি ও ঘর নির্মাণ বাবদ প্রদান করেন। এর থেকে গুলজার তার শশুর শাশুড়ীকে বাড়িঘর নির্মাণ করে দেওয়া কথা বললে তারা দেই দিচ্ছি বলে টালবাহানা করতে থাকে। স্ত্রী মারিয়া আক্তার ও তার বাবা মায়ের প্ররোচনায় গুলজার হোসেনের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। এসময় স্ত্রী মারিয়া আক্তার গুলজার হোসেনকে ডিভোর্স ও প্রাণনাশের হুমকি প্রদান করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত এইচএম জসিম উদ্দীন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ












