নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক আহমেদ ফয়সাল নামে এক এম্বোলেন্স চালককে ফিল্মি স্টাইলে ছুড়িকাঘাত করে নগদ টাকা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ১৩ এপ্রিল রাত ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ে শিকার ফারুক আহমেদ ফয়সাল জানান, তিনি গত ৪ বছর ধরে স্থানীয় আল-রাফি হাসপাতালের এম্বোলেন্সের চালকের চাকুরি করে আসছেন। গত মঙ্গলবার ১৩ এপ্রিল রাত ১২ টার দিকে তিনি হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি গোলাকান্দাইল ব্রীজ এলাকায় পৌছাঁলে কাউছারসহ আরো দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে ফারুকের পথরোধ করেন। এসময় ছিনতাইকারীরা ফারুকের গলায় ছুড়ি ঠেকিয়ে সব কিছু বের দিতে বলে। এসময় ছিনতাইকারী ফারুকের কাছ থেকে নগদ সাড়ে ৭ হাজার টাকা, ৪৫ হাজার টাকা মূল্যে স্বর্ণের চেইন ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা ফারুককে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরে ফারুক আহমেদ ফয়সাল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ভারপ্রাপ্ত এইচএম জসিম উদ্দীন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ












