০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মারতে এসে সিংহের হাতে মরতে হল তাকে!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • 102

শেষে কি না শিকারি নিজেই শিকার হয় গেল। সিংহকে মারতে গিয়ে সিংহের পেটেই চলে গেল এক শিকারি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে।

ক্রুগার জাতীয় উদ্যানের উপকণ্ঠে একটি পার্কের মধ্যে ওই শিকারির দেহ উদ্ধার হয়েছে। তবে দেহটি যখন উদ্ধার করা হয়, তখন তার অংশ বিশেষ বলতে কিছুই ছিল না। সবই ততক্ষণে সিংহদের পেটে চলে গেছে। কিন্তু কী ভাবে বোঝা গেল যে সিংহের দল যাকে খেয়েছে সে এক শিকারি?

এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা বলেন, সব তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে ওই লোকটা শিকারি ছিল। শুধুমাত্র মৃতের মাথা আর দেহের অল্প একটু অংশ ছাড়া কিছুই উদ্ধার হয়নি। তবে দেহের কাছে একটা শিকারি বন্দুক উদ্ধার হয়েছে। শিকারি বন্দুকের জন্যই মৃত ব্যক্তিকে শিকারি বলেই সন্দেহ হয়েছে পুলিশের।

গত এক বছর ধরেই এই অঞ্চলে শিকারির সমস্যা ক্রমে বাড়ছিল। সিংহদের শরীরে কোনো ভাবে বিষ প্রয়োগ করে তাদের মেরে ফেলা হচ্ছিল। সিংহের পাশাপাশি শিকারিদের লক্ষ্য ছিল গণ্ডাররাও। গণ্ডারের খড়গ মূলত চীন, ভিয়েতনামে বিক্রি করা হয়।

ট্যাগ :

মারতে এসে সিংহের হাতে মরতে হল তাকে!

প্রকাশিত : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

শেষে কি না শিকারি নিজেই শিকার হয় গেল। সিংহকে মারতে গিয়ে সিংহের পেটেই চলে গেল এক শিকারি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে।

ক্রুগার জাতীয় উদ্যানের উপকণ্ঠে একটি পার্কের মধ্যে ওই শিকারির দেহ উদ্ধার হয়েছে। তবে দেহটি যখন উদ্ধার করা হয়, তখন তার অংশ বিশেষ বলতে কিছুই ছিল না। সবই ততক্ষণে সিংহদের পেটে চলে গেছে। কিন্তু কী ভাবে বোঝা গেল যে সিংহের দল যাকে খেয়েছে সে এক শিকারি?

এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা বলেন, সব তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে ওই লোকটা শিকারি ছিল। শুধুমাত্র মৃতের মাথা আর দেহের অল্প একটু অংশ ছাড়া কিছুই উদ্ধার হয়নি। তবে দেহের কাছে একটা শিকারি বন্দুক উদ্ধার হয়েছে। শিকারি বন্দুকের জন্যই মৃত ব্যক্তিকে শিকারি বলেই সন্দেহ হয়েছে পুলিশের।

গত এক বছর ধরেই এই অঞ্চলে শিকারির সমস্যা ক্রমে বাড়ছিল। সিংহদের শরীরে কোনো ভাবে বিষ প্রয়োগ করে তাদের মেরে ফেলা হচ্ছিল। সিংহের পাশাপাশি শিকারিদের লক্ষ্য ছিল গণ্ডাররাও। গণ্ডারের খড়গ মূলত চীন, ভিয়েতনামে বিক্রি করা হয়।