সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টাটাস শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী আর নেই।

পরিবার ও সহকর্মী সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন।
তিনি পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন, এরপর নিজেই সম্পাদনা করেছেন ‘বিনোদনচিত্র’। সর্বশেষ তিনি দৈনিক ‘সংবাদ প্রতিদিন’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রায় ২৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সক্রিয়ভাবে রিপোর্টার্স ইউনিটি, বাচসাচ, বিসিআরএ-সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

























