ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাহিন (১৩) নামে এক শিশুর লাশ তার নিখোঁজ হবার আট মাস পর মাটির নিচ থেকে উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সে উপজেলার ইব্রাহমিপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে শিশুটির আপন ফুফু ও ফুফাকে।
সোমবার উপজেলার কালিপুরা গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়তে গিয়ে শিশুটির লাশের সন্ধান পাওয়া যায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও মনছুরকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সন্ধান না পেয়ে নবীনগর থানায় নিখোঁজের ডায়েরি করেন।
গত (১৮অক্টোবর) সোমবার দুপুরে কালিপুরা গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কু মিয়ার পুকুর পাড়ের মাটি ভেকু দিয়ে কাটার সময় বের হয়ে আসে এক শিশুর মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়। বিষয়টি জানাজানি হলে মাহিনের পরিবারের লোকজন এসে লাশের পাশে থাকা লুঙ্গি গেঞ্জী দেখে এটি মাহিনের লাশ বলে শনাক্ত করে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাহিনের আপন ফুফু সুরাইয়া বেগম (৩০) ও ফুফা মনছুরকে (৩২) আটক করে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গত(১০ মার্চ) ২০২১ইং রাত ৮টারদিকে গলা টিপে হত্যা করিয়া লাশ প্রজেক্টের পাড়ে মাটি চাপা দেয় র্মমে স্বীকার করে। উদ্ধারকৃত হাড়গোড় ও মাথার খুলি সুরতহাল করতে ময়না তদন্ত ও ডিএন পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাহিনের মা হোসনা বেগম বাদী হয়ে নবীনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ












