সীতাকুণ্ডে বিএম ডিপো থেকে আরও দুই জনের লাশ পাওয়া গেছে। সেই সঙ্গে ডিপোতে আরও ১২টি ক্যামিকেল যুক্ত কন্টেইনার যৌথভাবে শনাক্ত করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আনিসুর রহমান এক প্রেস ব্রিফিং এ বলেন, ছিন্ন ভিন্ন পোড়া অবস্হায় আমরা যৌথভাবে আরও লাশ ২টি উদ্ধার করে। তাদের মধ্যে একজনের লাশের সঙ্গে পোশাকের টুকরো লেগে থাকায় তাকে ফায়ার সার্ভিস কর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে ক্যামিকেল যুক্ত আরও ১২টি কন্টেইনার শনাক্ত করেছে। তাছাড়া আরও রাসায়নিক ক্যামিকেল যুক্ত কন্টেইনার আছে কিনা তা শনাক্ত করতে ঢাকা রাসায়নিক বিশেষজ্ঞ আনা হচ্ছে। তবে পানির অভাবে অন্যান্য কন্টেইনারের লাগা আগুন নিভাতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ











