০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

পুলিশের এডিসি খন্দকার লাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় জেলা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরল হাসান বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা গিয়েছিলেন বলে জানান পুলিশ সুপার।

শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার লাবণী। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

কনস্টবেল মাহমুদুল খুলনায় চাকরি করার সময় লাবণী আক্তারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেও সূত্র জানিয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

পুলিশের এডিসি খন্দকার লাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

মাগুরার শ্রীপুর থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় জেলা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরল হাসান বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা গিয়েছিলেন বলে জানান পুলিশ সুপার।

শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার লাবণী। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

কনস্টবেল মাহমুদুল খুলনায় চাকরি করার সময় লাবণী আক্তারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেও সূত্র জানিয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।