ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় ফাঁস দিয়ে ওমেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছেন। শনিবার ভোর সকাল ৬টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে পাকশিমুল গ্রামের মৃত তাহের আলীর স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলে প্রবাসে থাকেন। ৩ বছর আগে ওমেদা খাতুনের স্বামী মারা যান। বাবা মারা যাওয়ার পর থেকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আহমেদ।
নিহতের ভাই মহরম আলী বলেন, ওমেদা খাতুন আমার বড় বোন। সে আরও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু কেন, কি কারণে এসব করতেন আমরা বুঝতে পারিনি।
সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আহমেদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ












