শীতের আগমন। শীত মানেই হরেক রকম ফল-ফুল ও বাহারি পিঠাপুলির সমাহার। প্রিয় এই শীতকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সবাই। এমনই এক সময়ে রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরের মাইডাস সেন্টারে শুরু হচ্ছে ‘টপ পৌষ মেলা ও বিজয়োৎসব-২০২২’। টপ উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ -্এর সার্বিক তত্ত্বাবধানে শীতকালিন এই উৎসবের মিডিয়া পার্টনার যমুনা টিভি, ‘ডেইলি ওমেন বাংলাদেশ’।
আগামি কাল ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিনব্যাপী এ মেলায় দেশীয় পণ্য নিয়ে শত শত নারী উদ্যোক্তা অংশ নিচ্ছে। স্টলে থাকবে হাতে তৈরি রকমারী মুখরোচক খাবার, মশলা , গয়না যেখানে থাকবে অথেনটিক মুক্তার গহনা এবং সেমিপ্রেশাস স্টোন, কসমেটিক্স ,অরিজিনাল চামড়া জাত পন্য, দেশী বিদেশী শাড়ী, পোশাক , শোপিস , পরিবেশ বান্ধব বিভিন্ন রকম গাছের চারা , এডুকেশন কনসাল্টেন্সী , ট্যুর কনসাল্টেন্সী এবং ফ্ল্যাট বুকিং ,স্কিন প্রোডাক্টসহ আরও অনেক কিছু , এ ছাড়াও ফ্রি মেহেদী উৎসব তো থাকছেই । এছাড়া মেলায় কোনো প্রবেশমূল্য নেই।

























