১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে ৩ দিনের বইমেলা

গাজীপুররের কালীগঞ্জে মহান ভাষা শহিদদের স্মরণে ৩ দিনের বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ বইমেলা শেষ হবে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মো. মাকসুদ-উল-আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত প্রমুখ। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ বই মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামুলক বই সমৃদ্ধ অংশ নেয়া ১৯টি স্টল ঘুরে দেখেন। অংশগ্রহণকারী স্টল থেকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে ৩টি স্টলকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলকে সস্মাননা ক্রেস্ট প্রদান করা হবে জানান আয়োজকরা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে ৩ দিনের বইমেলা

প্রকাশিত : ০২:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

গাজীপুররের কালীগঞ্জে মহান ভাষা শহিদদের স্মরণে ৩ দিনের বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ বইমেলা শেষ হবে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মো. মাকসুদ-উল-আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত প্রমুখ। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ বই মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামুলক বই সমৃদ্ধ অংশ নেয়া ১৯টি স্টল ঘুরে দেখেন। অংশগ্রহণকারী স্টল থেকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে ৩টি স্টলকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলকে সস্মাননা ক্রেস্ট প্রদান করা হবে জানান আয়োজকরা।

বিজনেস বাংলাদেশ/ হাবিব