কুমিল্লার হোমনায় ডা. মনিরুল আমিন শাম্মী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঘারমোড়া একাদশ ও নাছির ট্রাভেলস একাদশের মধ্যকার প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলার নির্ধারিত সময়ের শেষার্ধের পাঁচ মিনিট আগে ঘারমমোড়া একাদশ ১-০ গোলে নাছির ট্রাভেলসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন ফাইনাল খেলার উদ্বোধন করেন। খেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ ও আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান খন্দকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ইমন, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, মাথাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, নিলথী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ ও সাথারণ সম্পাদক মো. মানিক খন্দকার, আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম, মোয়াজ্জেম হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাড. মো. সেলিম সরকার, ধারা বর্ণনায় ছিলেন কবি দেলোয়ার। শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দুটি মোটর সাইকেল এবং ট্রপি উপহার দেন। খেলায় ম্যান আব দ্য ম্যাচ হন ঘারমোড়া একাদশের একমাত্র গোলদাতা মেহেদী।
বিজনেস বাংলাদেশ/ হাবিব











