বিজনেস বাংলাদেশ/ বিএইচ
বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও সরকারের অতিরিক্ত সচিব দেওয়ান সাঈদুল হাসানের শ্বশুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব সামিয়া আলমের পিতা মো. মাহে আলম, সিএসপি, সাবেক সংস্থাপন সচিব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব আজ শুক্রবার রাত ১২:১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।ভুগছিলেন শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অন্যান্য রোগে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, নাতি নাতনি, মেয়ে, জামাই, আত্মীয়স্বজন, বন্ধু ও অসংখ্য গুণগ্রাহী।
আজ বাদ জুম’আ ধানমন্ডি ৭ নম্বর রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
বাদ আসর শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জনাব মো. মাহে আলম ১৯৪১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৭২-৭৩ সময়কালে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে কর্মরত থাকাকালে তিনি বঙ্গবন্ধুর নিবিড় সান্নিধ্যলাভের সৌভাগ্য অর্জন করেন। পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সংস্থাপন মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া তিনি গণসাহায্য সংস্থার প্রধান এবং জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।





















