নিঃশর্ত ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

প্রখ্যাত পরিচালক কাজী হায়াৎ ও শাহীন সুমন নিঃশর্ত ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক সমাজ। চলচ্চিত্র শিল্পের স্বার্থে দ্রুততম সময়ে আহমেদ তেপান্তরের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়াও কাজী হায়াৎ-শাহীন সুমনরা নিঃশর্ত ক্ষমা না চাইলে দেশের সকল সাংবাদিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।
অনেক পরিচালকও বিয়টি নিয়ে সহ মত দিয়েছেন এবং পরিচালক সমিতি সভাপতি কাজী হায়াৎকে তিরস্কার করেও কথা বলেছেন।
পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘আহমেদ তেপান্তর একজন প্রকৃত সাংবাদিক। সবার সাথেই তার ভালো সম্পর্ক। ব্যক্তি হিসেবে সে ভালো একজন মানুষ। মানুষের বিপদে সবার আগে এগিয়ে যায়। সামান্য একটা বিষয়কে এতদূর নিয়ে যাবে কেন? এটা সে (কাজী হায়াৎ) অনেক আগেই মিলিয়ে দিতে পারত। সেই ক্ষমতাটাই তার নেই। তাহলে সে কেমন সভাপতি?’
পরিচালক সমিতির সভাপতির কার্যক্রম এমন হলে ইন্ডাস্ট্রি কিভাবে টিকবে? প্রশ্ন করে সোহান বলেন, ‘সংগঠনের সভাপতি কাজী হায়াৎ যা করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমি যা শুনেছি তাতে এটা নিশ্চিত ভালো কাজ করতে গিয়ে সেটিই আহমেদ তেপান্তরের জন্য কাল হল। সাংবাদিক সমাজ আন্দোলনে এলে চলচ্ছিতের জন্য ভালো হবে না।
উল্লেখ্য, ১৩ মে পরিচালক সমিতির মহাচিবের সঙ্গে অসদাচরণ ও মোবাইলে হুমকিমূলক কথা বলা এবং নিজের ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সাংগঠনিক ও সামাজিকভাবে
পরিচালক শাহীন সুমন হেয় প্রতিপণ্ণ করার কারণে গত ১৬ মে সংগঠনের কার্যকরী সদস্যদের বৈঠকে সাংবাদিক আহমেদ তেপান্তরকে সমিতি কর্তৃক বয়কট ও সংগঠনের ত্রিসীমানার মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়।’