অভিনয়ে দুই যুগ পূর্ণ করলো সুপারস্টার শাকিব খান। এমন গৌরবে ভক্তদের শুভেচ্ছা ভাসছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব। এই দুই যুগে অনেক নায়ককে টেক্কা দিয়ে আজও নাম্বার ওয়ান পজিশনে অটুট রয়েছে এই সুপারস্টার।
শাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে এসে ক্যারিয়ার শুরু করেন তখন তার সমসাময়িক নায়ক ছিলেন, রুবেল,মান্না,রিয়াজ,ফেরদৌস,শাকিল খান, আলেকজান্ডার ভোঁ আমিন খান,বাপ্পারাজ,অমিত হাসান,মারুফ,শাহীন আলম, সম্রাট। এছাড়া ডিপজল তখন ভিলেনগিরি ছেড়ে নায়ক রুপে হাজির হয়েছিলেন। এতোগুলো প্রতিষ্ঠিত নায়কের সাথে লড়াই করে আজো টিকে আছেন সময়ের শীর্ষ। এই নায়ক। শাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে নতুন তখন তার মত পজিশনে নায়ক হিসেবে ছিলেন মেহেদী,হেলাল খান, পিচ্চি সোহেল, জায়েদ খান, মাহফুজ আহমেদ শাহেদ খান।
প্রশ্ন এরা কেন শাকিব হতে পারলো না? শাকিব খানের দাপটে ততদিনে উপরোক্ত নায়কবৃন্দ বিদায় নিয়ে নেন ঢালিউড পাড়া থেকে, তখন ইন্ডাস্ট্রিতে নতুনরা আসতে শুরু করে, নতুনদের তালিকায় আসে আরেফিন শুভ, চঞ্চল চৌধুরি, ইমন, নিরব, অনন্ত জলিল, সাইমুন সাদিক, বাপ্পি চৌধুরী,ডি এ তায়েব,শরিফুল রাজ,আনিসুল হক মিলন, এবিএম সুমন
শিপন মিত্র,আসিফ ইমরোজ।
নায়ক শাকি খানের সমসাময়িক অনেকেই অবসরে চলে গেছেন, কেউ ব্যবসায় যোগ দিয়েছেন, কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কেউ রাজনীতিতে যোগ দিয়েছেন। কিন্তু, ২৪ বছরের মাথায় আজও শাকিব অপ্রতিরোধ্য।
১৯৯৯ সালের ২৮ মে সেই যে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢাকাই সিনেমায় পা রেখেছেন, তারপর আর পিছু ফিরে তাকাননি। দিনে দিনে শুধু এগিয়ে গেছেন। একের পর এক হিট, সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। নিজেকে নিয়ে গেছেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। শাকিব খানের সেই স্বপ্নযাত্রার দুই যুগ পূর্ণ হলো আজ রবিবার (২৮ মে)। ক্যারিয়ারের বিশেষ এই মাইলফলক ছোঁয়ার দিনে ভক্ত-দর্শক-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা, ভালোবাসায় ভাসছেন ঢালিউড কিং।
















