০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘কষ্ট পেয়েছি’

ইউটিউবারদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘মা’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলেন পরীমনি। প্রদর্শনী শেষে বের হওয়ার সময় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা পরীমনির পথ আটকে ধরেন। প্রচণ্ড শোরগোলে ভয় পেয়ে যায় পরীমনি-শরীফুল রাজের সন্তান রাজ্য।

বিশয়টি ফেসবুকে পরীমণি শেয়ার করেছেন, পরিমণি বলেন‘‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি, কারণ আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সব সময় সুন্দর-সুশৃঙ্খল পরিবেশে। কিন্তু আজকে এমন উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেল।’’
ক্যামেরা পরীমনিকে আটকে দেয়, অনুরোধ সত্ত্বেও পথ ছাড়েনি তারা।

পরীমনি বলেন, ‘কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্য।’
পুরো বিষয়টায় সহনশীল থাকা যেত উল্লেখ করে পরীমনি বলেন, আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য।

এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন, যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন! আর খুশি এই জন্য যে আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন।’

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

‘কষ্ট পেয়েছি’

প্রকাশিত : ১০:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

ইউটিউবারদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘মা’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলেন পরীমনি। প্রদর্শনী শেষে বের হওয়ার সময় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা পরীমনির পথ আটকে ধরেন। প্রচণ্ড শোরগোলে ভয় পেয়ে যায় পরীমনি-শরীফুল রাজের সন্তান রাজ্য।

বিশয়টি ফেসবুকে পরীমণি শেয়ার করেছেন, পরিমণি বলেন‘‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি, কারণ আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সব সময় সুন্দর-সুশৃঙ্খল পরিবেশে। কিন্তু আজকে এমন উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার বাচ্চাটা ভয় পেল।’’
ক্যামেরা পরীমনিকে আটকে দেয়, অনুরোধ সত্ত্বেও পথ ছাড়েনি তারা।

পরীমনি বলেন, ‘কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্য।’
পুরো বিষয়টায় সহনশীল থাকা যেত উল্লেখ করে পরীমনি বলেন, আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য।

এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন, যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন! আর খুশি এই জন্য যে আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন।’

বিজনেস বাংলাদেশ/ bh