জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তারা তিন জন সাদিয়া ইসলাম মৌ, তানভীন সুইটি ও তানিয়া আহমেদ। তিনজনই একে অপরের খুউব ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের সময়কাল তিন দশকেরও বেশি। তবে তাদের যে খুব বেশি দেখা হয়, গল্প হয়, আড্ডা দেয়া হয় এমনটি নয়। গেলো মাসের শেষের দিকে তিন বন্ধু একসঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছেন, গল্প করেছেন। যেন অনেকটা সময়ের জন্য হারিয়ে গিয়েছিলেন সেই সুদুর অতীতে। তানভীন সুইটি বলেন, ‘সময় সুযোগ পেলে এমন আড্ডা দিতে বেশ ভালোই লাগে। অনেক কথা হয়, হাসি আনন্দ নিজেদের মধ্যে শেয়ার করে নেই। ভীষণ ভালোলাগে। সত্যি বলতে কী মাঝে আমাদের এতোটা সময় যে চলে গেছে আড্ডা দিলে কিন্তু সেটা মনেই হয়না। মনে হয় আমরা যেন সেই আগেরই মতো আছি। শুধু কাজের ক্ষেত্র পরিবর্তন হয়েছে কিছুটা। দায়িত্বও বেড়েছে অনেক। তারপরও সবার কাছে দোয়া চাই আমাদের এই বন্ধুত্ব যেন আজীবন অটুট থাকে।’ এদিকে সুইটি অভিনীত ‘মাইক’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে সুইটির সহশিল্পী হিসেবে আছেন তারিক আনাম খান, ফেরদৌস’সহ আরো অনেকে। তানিয়া আহমেদ এই মুহুর্তে দেশের বাইরে আছেন।
০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
তিন বন্ধু’র গল্প আড্ডা
-
অভি মঈনুদ্দীন : - প্রকাশিত : ১২:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- 49
ট্যাগ :
জনপ্রিয়
















