সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতকে বলতে শোনা যায়, ‘আপনি ভোট না দিলেও নৌকা জিতে যাবে’। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই বক্তব্যটি বিকৃত। ‘হিরো আলম বগুড়া’ নামক একটি ফেসবুক পেজে এ বিকৃতি করা হয়।
গত ১০ জুলাই ভোট চাইতে গিয়ে এক পথসভায় মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘যত মানুষ ভোট দিতে আসবে নৌকা তত বেশি ভোট পাবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আমরা যদি ভাবি, আমার ডানে নৌকার ভোট, বামে নৌকার ভোট, পিছে নৌকার ভোট, সামনে নৌকার ভোট, চারদিকে নৌকার ভোট, নৌকা তো এমনিতেই জিতে যাবে, আমি ভোট না দিলেও জিতে যাবে, এই চিন্তা আমরা করতে পারব না, এই চিন্তা করা যাবে না।’
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আপনি ভোট না দিলেও জিতে যাবে’শীর্ষক বক্তব্যটি মোহাম্মদ এ. আরাফাতের দেওয়া বক্তব্যের সম্পূর্ণ বক্তব্যের একটি খণ্ডিত অংশ। মূল বক্তব্যের একটি অংশ কর্তন করে তৈরি করা এই ভিডিও ক্লিপটি বিভ্রান্তির উদ্দেশ্যে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
আগামীকাল সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ব্যালটে ভোটগ্রহণ চলবে। চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
















