০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিল্পের রূপকল্প বাস্তবায়নে তরুণদের প্রতিভা কাজে লাগাতে হবে

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পাঠ্যক্রম প্রয়ণনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বের হচ্ছে, তাদের দক্ষতা এবং শিল্পের চাহিদার মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। শিল্প-একাডেমিয়া সংযোগ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রবৃদ্ধি নির্ভর করছে বৈচিত্র্যময় পণ্যগুলোতে যাওয়ার জন্য আমাদের সক্ষমতার উপর। আর এর জন্য উন্নততর দক্ষতার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “শিক্ষার প্রচলিত পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে সংযোগ স্থাপন করতে হবে এবং এই সংযোগে ব্যবহারিক শিক্ষাকে আরও নিবিড়ভাবে একীভূত করতে হবে।” টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) এর ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস এর সভাপতি ইঞ্জি. মোঃ শফিকুর রহমান।

টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এর একটি বিশেষ উদ্যোগ, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি টেক্সটাইল, গার্মেন্টস, ফ্যাশন এবং সংশ্লিষ্ট যে কোন ক্ষেত্রে অধ্যয়নরত আন্ডারগ্রেড ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার এক অনন্য প্লাটফর্ম। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এর লক্ষ্য হচ্ছে, সর্বাধুনিক প্রযুক্তিগুলো গ্রহন করার জন্য আধুনিক পন্থায় উদ্ভাবন প্রকল্পগুলোর মাধ্যমে প্রশিক্ষন প্রদান এবং পরামর্শের মাধ্যমে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে ভবিষ্যত নেতাদের প্রস্তুত করা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তৃতায় বলেন, “ফ্যাশন শিল্প একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা মূলত প্রযুক্তি এবং ডিজিটাইজেশন দ্বারা চালিত। উদ্ভাবন এবং প্রযুক্তি ফ্যাশন, শিল্প পরিচালনার উপায় এবং ফ্যাশনকে আরও টেকসই করার জন্য আমাদের প্রচলিত ধারণাগুলো বদলে দিয়ে উৎপাদনে নতুন নতুন প্রক্রিয়া নিয়ে আসছে।
তিনি বলেন, “বৈশ্বিক প্রবণতার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে টেকসই এবং উদ্ভাবনামূলক ব্যবসায়িক মডেল গ্রহন করতে হবে। আর এর জন্য আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন।”

তিনি বলেন, যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে, তাই আমাদের তরুণ, সৃজনশীল মানুষদের প্রতিভা যথাযথভাবে কাজে লাগাতে হবে, যাতে করে তারা শিল্পের লক্ষ্য অর্জনে নেতৃত্ব প্রদানে সক্ষম হয়।

তিনি আরও বলেন. “টেক্সটাইল হান্ট ট্যালেন্ট প্রোগ্রামটি শিল্পে নতুন নতুন ধারণার প্রবর্তন, প্রযুক্তি গ্রহন, সাসটেইনেবিলিটি ক্ষেত্রের ইস্যুগুলোর সমাধান এবং বিশ্ব বাজারে ভোক্তাদের চাহিদা বিকাশের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।”

 

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

শিল্পের রূপকল্প বাস্তবায়নে তরুণদের প্রতিভা কাজে লাগাতে হবে

প্রকাশিত : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পাঠ্যক্রম প্রয়ণনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বের হচ্ছে, তাদের দক্ষতা এবং শিল্পের চাহিদার মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। শিল্প-একাডেমিয়া সংযোগ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রবৃদ্ধি নির্ভর করছে বৈচিত্র্যময় পণ্যগুলোতে যাওয়ার জন্য আমাদের সক্ষমতার উপর। আর এর জন্য উন্নততর দক্ষতার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “শিক্ষার প্রচলিত পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে সংযোগ স্থাপন করতে হবে এবং এই সংযোগে ব্যবহারিক শিক্ষাকে আরও নিবিড়ভাবে একীভূত করতে হবে।” টেক্সটাইল ট্যালেন্ট হান্ট (টিটিএইচ) এর ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস এর সভাপতি ইঞ্জি. মোঃ শফিকুর রহমান।

টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এর একটি বিশেষ উদ্যোগ, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি টেক্সটাইল, গার্মেন্টস, ফ্যাশন এবং সংশ্লিষ্ট যে কোন ক্ষেত্রে অধ্যয়নরত আন্ডারগ্রেড ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার এক অনন্য প্লাটফর্ম। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট এর লক্ষ্য হচ্ছে, সর্বাধুনিক প্রযুক্তিগুলো গ্রহন করার জন্য আধুনিক পন্থায় উদ্ভাবন প্রকল্পগুলোর মাধ্যমে প্রশিক্ষন প্রদান এবং পরামর্শের মাধ্যমে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে ভবিষ্যত নেতাদের প্রস্তুত করা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তৃতায় বলেন, “ফ্যাশন শিল্প একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা মূলত প্রযুক্তি এবং ডিজিটাইজেশন দ্বারা চালিত। উদ্ভাবন এবং প্রযুক্তি ফ্যাশন, শিল্প পরিচালনার উপায় এবং ফ্যাশনকে আরও টেকসই করার জন্য আমাদের প্রচলিত ধারণাগুলো বদলে দিয়ে উৎপাদনে নতুন নতুন প্রক্রিয়া নিয়ে আসছে।
তিনি বলেন, “বৈশ্বিক প্রবণতার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে টেকসই এবং উদ্ভাবনামূলক ব্যবসায়িক মডেল গ্রহন করতে হবে। আর এর জন্য আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন।”

তিনি বলেন, যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে, তাই আমাদের তরুণ, সৃজনশীল মানুষদের প্রতিভা যথাযথভাবে কাজে লাগাতে হবে, যাতে করে তারা শিল্পের লক্ষ্য অর্জনে নেতৃত্ব প্রদানে সক্ষম হয়।

তিনি আরও বলেন. “টেক্সটাইল হান্ট ট্যালেন্ট প্রোগ্রামটি শিল্পে নতুন নতুন ধারণার প্রবর্তন, প্রযুক্তি গ্রহন, সাসটেইনেবিলিটি ক্ষেত্রের ইস্যুগুলোর সমাধান এবং বিশ্ব বাজারে ভোক্তাদের চাহিদা বিকাশের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।”